by কৃষিবিদ নার্সারী on Tue Jul 15 2025
সেলিনা বেগম। বয়স ৫৬। বাড়ি রাজশাহীর এক শান্ত গ্রামে। দুই বছর আগে তাঁর জীবনে নেমে এসেছিল এক ভয়ংকর ছায়া — স্তন ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা শুরু হলেও কেমোথেরাপির কষ্ট, শারীরিক দুর্বলতা আর মানসিক যন্ত্রণায় একসময় তিনি যেন ভেঙে পড়ছিলেন।
ঠিক তখনই, তার এক আত্মীয় বিদেশ থেকে জানালেন করোসল (Soursop) নামের একটি প্রাকৃতিক ফল ও পাতার কথা — যেটা নিয়ে বহু গবেষণায় দেখা গেছে যে, এর মধ্যে এমন কিছু উপাদান আছে যা ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করতে পারে। আশার আলো দেখলেন পরিবার।
সেলিনা বেগম প্রতিদিন সকালে খালি পেটে করোসল পাতা দিয়ে চা পান করতে শুরু করলেন, আর মাঝে মাঝে করোসল ফলও খেতেন। পাশাপাশি চলছিল চিকিৎসা, কিন্তু করোসল যেন তার শরীরকে এক নতুন শক্তি দিতে লাগলো। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়াগুলো আগের চেয়ে সহনীয় হয়ে উঠলো।
ছয় মাস পর পরীক্ষায় দেখা গেল — ক্যান্সার কোষগুলো অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে। চিকিৎসকও অবাক। এক বছর পর রিপোর্টে এল সেই সুখবর — তিনি এখন ক্যান্সার মুক্ত!
সেলিনা বেগম বলেন,
"চিকিৎসা ছিল, কিন্তু করোসল আমাকে ভেতর থেকে লড়ার শক্তি দিয়েছে। এটা শুধু একটা ফল না, আমার কাছে এটা জীবনের দান।"
এই গল্প কেবল অনুপ্রেরণা, কিন্তু অনেক মানুষ করোসল ফল ও পাতার উপকারিতা অনুভব করেছেন। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রাকৃতিক পথ বেছে নিতে পারেন।
📞 বিস্তারিত জানতে ও করোসল পাতা/ফল পেতে যোগাযোগ করুন:
📱 WhatsApp: 01799041145
🌐 www.krishibidnursery.com
📘 Facebook: কৃষিবিদ নার্সারী
#করোসল #Soursop #CancerRecovery #NaturalHealing #HerbalPower #KrishibidNursery
কোনো মন্তব্য পাওয়া যায়নি।